Event Details

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল পৌনে ১০ টায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহে প্রধান অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।