Event Details

Huawei Seeds For The Future 2021 Promotional Session.

গত ২৪ আগস্ট ২০২১ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে সিএসই বিভাগ Huawei Seeds For The Future 2021 উপলক্ষ্যে ভার্চুয়ালি একটি Promotional Session এর আয়োজন করে। উক্ত সেশনে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আল মামুন, জনাব মোঃ ফারুকুজ্জামান ফারুক( প্রভাষক), জনাব মোঃ আজমাইন ইয়াক্বীন সৃজন(প্রভাষক), জনাব মো রাকিবুল হক (প্রভাষক), বিগত সালের চ্যাম্পিয়নগণ এবং সিএসই ১৬ ও ১৭ সিরিজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেশনে শিক্ষার্থীদেরকে Seeds For The Future 2021 Program সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান ও উক্ত Program-এ অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করা হয়। এছাড়াও উক্ত সেশনে সিএসই বিভাগের বিগত সালের চ্যাম্পিয়নগণ তাদের সুন্দর অভিজ্ঞতাগুলি সকলের সাথে শেয়ার করে।