Event Details

Congratulations Sadia and Amit Karmakar : Huawei Seeds for the Future 2020 Gala Round

অনুষ্ঠিত হয়ে গেল হুয়াওয়ে সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম বাংলাদেশ ২০২০ এর গালা রাউন্ড। বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের বিকাশে এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলবিদ্যা ও গণিত) এবং আইসিটি বিষয়ে উন্নত প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এ কার্যক্রমটি পরিচালিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট শেন মিংজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কো প্রতিনিধি বিয়াট্রিস কালদুন। বিজয়ীদেরকে অনুপ্রেরণা যোগাতে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন এবং হুয়াওয়ে-র অন্যান্য কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বশির আহমেদসিডস ফর দ্যা ফিউচার ২০২০ এর বিজয়ীরা হলেন –রাবেয়া তুস সাদিয়া এবং অমিত কর্মকার (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিএসই বিভাগ), আফসারা বেনজির এবং খন্দকার মুশফিকুর রহমান (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিএসই বিভাগ), তাসনিয়া সুলতানা এবং আবদুল্লাহ আল মিরাজ (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ), আদিবা তাবাসসুম চৌধুরী এবং আরিফুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ), এবং ফারিয়া রহমান এবং ফয়েজ-উল ইসলাম (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইইই বিভাগ)। বিজয়ীদেরকে প্রাণঢালা অভিনন্দন।